বগুড়ায় এক আইনজীবীকে কুপিয়ে জখম
বগুড়ার কলোনীতে এক শিক্ষানবীস আইনজীবীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
আহত আব্দুল বারী চান (৪০) চকফরিদের মৃত তমেজ উদ্দিনের ছেলে।তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবীস আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করেন।
কলোনী চকফরিদ এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, আব্দুল বারী আদালতে যাবার উদ্দেশ্য সকালে বাসা থেকে বের হন। পথিমধ্যে তিন জন হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন আব্দুল বারী।
হামলার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া বনানী ফাঁড়ির পুলিশ জানান, স্বজন ও প্রতিবেশিদের মতে হামলার নেপথ্যে জমি-জমার বিরোধ থাকতে পারে। আমরা এখানে আরো তথ্য, পাশাপাশি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ