প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ছিনতাইয়ের শিকার এক ভারতীয় নাগরিক

বগুড়ার শাহজাহানপুরে ভারতীয় এক নাগরিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা থাকা ব্যক্তির টাকা ও মোবাইল ছিনতাই করে দুর্বৃত্তরা।

ছিনতাইয়ের শিকার ভারতীয় নাগরিক হলেন হারগোবিন্দ জখুরাম ভার্মা ।হারগোবিন্দ ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকার পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। অপর ভুক্তভোগী হলেন কারখানা ব্যবস্থাপক আসাদুজ্জামান।

ছিনতাইয়ের বিষয়টি মঙ্গলবার সকালে শাজাহানপুর থানার আওতাধীন কৈগাড়ী ফাঁড়ির এসআই রাজু কামাল নিশ্চিত করেন।

এর আগে সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বনানী এলাকার ঢাকা রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রাতিষ্ঠানিক কাজে ব্যবস্থাপক আসাদুজ্জামান ও ক্লিন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হারগোবিন্দ কয়েকদিন আগে ভারতে গিয়েছিলেন। সোমবার রাতে বেনাপোল থেকে তারা বগুড়ার সাতমাথায় রাত পৌণে ২ টার দিকে। কারকানায় ফেরার পথে বনানীর আগে রেশম বাগানের সামনে তারা ছিনতাইয়ের শিকার হন। ৪ জন দুর্বৃত্ত তারা বাঁশ ও রাম দা দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করেন।হারগোবিন্দের হাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে যায়। ব্যাগে তার পাসপোর্টও ছিল। আর ব্যবস্থাপক আসাদুজ্জামানের মানিব্যাগ ও মোবাইল কেড়ে নেয় ছিনতাইকারীরা। তবে কারও কাপড়ের লাগেজ নেয়নি

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই এলাকাটি শাজাহানপুর থানার আওতাধীন হওয়ার কথা। তবে যে এলাকাই হোক। আমরা বিষয়টির আইনগত ব্যবস্থা নিব।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button