প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ছাত্রী ধর্ষণ মামলায় আজিজুল হক কলেজের শিক্ষক গ্রেপ্তার

বগুড়ায় তরুণীকে ধর্ষণ মামলায় সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জিন্নাতুল ইসলাম প্রামানিক সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। অভিযোগকারী তরুণী একই কলেজের ছাত্রী। তিনি মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেছেন।

শিক্ষককে বুধবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ৩/৪ বছর আগে প্রাইভেট পড়ার মাধ্যমে শিক্ষক জিন্নাতুলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তরুণীকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন জিন্নাতুল। এরপর তরুণীর নগ্ন ছবি ও ভিডিও তুলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন ওই শিক্ষক। ১০ অক্টোবর নিজ বাড়িতে ওই শিক্ষক সর্বশেষ তাকে ধর্ষণ করেন।

এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ৩১ অক্টোবর সন্তান নষ্টের জন্য হুমকি এবং মারধর করেন জিন্নাতুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় জিন্নাতুলকে আটক করা হয়। মামলা পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিক্ষককে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button