ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

শক্তিশালী ভারতকে হারানোর লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

জয়ের ধারায় ফিরে টাইগারদের বেড়েছে মনোবল, তাই বেড়েছে প্রত্যাশাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা ধরে রাখতে শক্তিশালী ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে বুধবার মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেইড ওভালে ভারতের বিপক্ষে ম্যাচ শুরু হচ্ছে বেলা ২টায়।

এ ম্যাচে হেরে গেলে সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়বে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিকভাবে নির্ধারণ করা দুই ম্যাচ জয়ের লক্ষ্য পূর্ণ হওয়ার পর সাকিব-লিটনদের চোখ এখন সেমিফাইনালে।

ব্রিসবেনের এই মাঠে বিশ্বকাপের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে এই ভেন্যুতে ইংল্যান্ডকে হারিয়েছিল মাশরাফির দল।

ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেই স্মৃতিচারণা করেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। সেই ম্যাচের অনুপ্রেরণা নিয়ে আবারও বড় দলকে হারাতে মাঠে নামছে তার দল এমনটা যোগ করেন সাকিব।

তিনি বলেন, ‘বর্তমান স্কোয়াডে শুধু আমি ও তাসকিন এই ভেন্যুতে ২০১৫ বিশ্বকাপের সদস্য ছিলাম। এখানে ইংল্যান্ডকে হারানোর মত ভালো স্মৃতি আছে আমাদের। এটি একটি ভালো স্মৃতি। স্বাভাবিকভাবে এটি আমাদের সাহায্য করবে।’

‘কোনো শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পাওয়াটা সব সময়ই আপনাকে মানসিক প্রশান্তি দেবে। আমরা স্বস্তি বোধ করছি। যদিও ভারত বড় দল। দল হিসেবে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে জয় অসম্ভব নয়।’

টি-টোয়েন্টিতে ১১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ১০ বার জিতেছে ভারত। ১টি জয় আছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবগুলোই জিতেছে কোহলিরা।

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাস্তবসম্মত কথা বলেছেন সাকিব। তার মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে সেটি অঘটন হবে।

সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল, এখানে বিশ্বকাপ জিততে এসেছে তারা। আমরা ফেভারিট নই, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। আমরা খুব ভালো করেই জানি, ভারতের বিপক্ষে এই ম্যাচ জিতলে এটিকে অঘটন বলা হবে।’

অন্যদিকে, বাংলাদেশকে সমীহ করে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, টি-টোয়েন্টি খেলায় ফেভারিট বলে কিছু নেই।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তারা ভালো দল। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে কেউই ফেভারিট নয়। ম্যাচের দিন যে দল ভালো খেলবে, তারাই জিতবে। তাই সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে বা বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।’

সব মিলিয়ে ১৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৯টি ম্যাচে জিতেছে, ৯০টিতে হেরেছে টাইগাররা। বাকি ৩টি ম্যাচ পরিত্যক্ত। এবার ভারতের বিপক্ষে জিতে টি-টোয়েন্টিতে জয়ের হাফ-সেঞ্চুরির স্বাদ নিতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাজমুল শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button