সারাদেশ
ইউপি নির্বাচনে ছেলের পরাজয়ের সংবাদ শুনে বাবার মৃত্যু

জামালপুরের মেলান্দ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের পরাজয়ের সংবাদ শুনে বাবার মৃত্যু হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর উপজেলার ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা পূর্বপাড়া নিজ বাড়িতে ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শাহা জামাল (৬৫)। তার ছেলে মো. আজাদ মিয়া ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদে তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে তিনি ২৩ ভোটে পরাজিত হয়েছেন।
জানা গেছে, আজাদ নির্বাচনে ভোট পেয়েছেন ২৭৮টি। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.শহিদুল্লাহ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। মাত্র ২৩ ভোটে তার ছেলে আজাদ পরাজিত হন। বুধবার সন্ধ্যায় এ সংবাদ শুনে নিজ বাড়িতে জামাল মারা যান। সূত্র:: আরটিভি অনলাইন