
ইফতিখার ও শাদাবের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। সেটা তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় দক্ষিণ আফ্রিকা।
৯ ওভারে ৬৯ রানেই তারা হারায় চার টপ অর্ডারকে। তখনই নামে বৃষ্টি।
কিন্তু প্রোটিয়ারা ছিল ১৫ রান পেছনে। তাই বৃষ্টি না থামলে এ ব্যবধানে হারতে হতো। তবে শেষে বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত জেতা হয় বাভুমাদের।
ডিএলএস পদ্ধতিতে ৩৩ রানের জয়ী হয়েছে বাবর আজমের দল।