বিনোদন

নায়িকা মৌসুমীর জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে বুধবার দিনগত রাত ১২টার পর স্বামী ওমর সানী এবং দুই সন্তান ফারদীন এহসান স্বামী ও ফাইজাকে নিয়ে কেক কাটেন অভিনেত্রী।

তারই কয়েকটি ছবি ও ভিডিও চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকের পাতায় পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, কেক কাটার পর তা একে অপরকে খাইয়ে দিচ্ছেন সানী-মৌসুমী।

ছবি আর ভিডিও শেয়ার করে ওমর সানী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে সুস্থ রাখুন পরিবার নিয়ে ভালো রাখুন। তোমার জন্মদিনে সবার মাঝে আমিও একজন ভালোবাসার মানুষ, সবাই দোয়া করবেন ওর জন্য। শুভ জন্মদিন মৌসুমী।’

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার পুরো নাম আরিফা পারভিন জাহান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্ম তার। বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান দম্পতির বড় মেয়ে মৌসুমী। তার ছোট বোন ইরিন জামানও চলচ্চিত্রের মানুষ।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল নায়িকাদের একজন মৌসুমী। যার শোকেজে সাজানো তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, তিনটি ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ এবং তিনটি ‘বাচসাস পুরস্কার’।

যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন মৌসুমী

ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর তিনি ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন। যার উপর ভিত্তি করে ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পান।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন মিষ্টি চেহারার নায়িকা মৌসুমী। ওই ছবিতে তার নায়ক ছিলেন প্রয়াত সুপারস্টার সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছিল তাদের দুজনেরই অভিষেক ছবি। প্রথম ছবিতেই পরিচালক-প্রযোজক ও দর্শকের নজর কাড়েন মৌসুমী।

এরপর শুধু ছুটেই চলেছেন। কখনোই আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় জীবনে দুর্দিনও খুব একটা আসেনি। ক্যারিয়ারে অভিনয় করেছেন ৮০টিরও বেশি ছবিতে। যার অধিকাংশই ব্যবসাসফল। এই নায়িকার সঙ্গে মান্না ও ইলিয়াস কাঞ্চনের জুটি ছিল সুপারহিট। এছাড়া স্বামী ওমর সানীর সঙ্গেও বেশ কয়েকটি ভালো ছবি তিনি উপহার দিয়েছেন।

মৌসুমী অভিনীত ছবিগুলোর মধ্যে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দোলা’, ‘মৌসুমী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিদ্রোহী বধূ’, ‘আত্মত্যাগ’, ‘বিশ্ব প্রেমিক’, ‘গরীবের রানী’, ‘লুটতরাজ’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘খায়রুন সুন্দরী’, ‘মেঘলা আকাশ, ‘দেবদাস’ এবং ‘তারকাঁটা’ উল্লেখযোগ্য।

কাজের ক্ষেত্রে ‘প্রিয়দর্শিনী’ খ্যাত এই নায়িকা বর্তমানে ‘জ্যাম’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন। এটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এই ছবিতে মৌসুমী ছাড়াও আছেন ফেরদৌস, পূর্ণিমা, আরিফিন শুভ ও কলকাতার চিত্রনায়িকা ঋতুপর্ণার মতো তারকারা।

কাজের ক্ষেত্রে এরই মধ্যে তিনটি ছবির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ করেছেন মৌসুমী। সেগুলো হলো- সরকারি অনুদানে নির্মিত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’, আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ এবং বেসরকারিভাবে নির্মিত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’।

এ ছাড়া জাহিদ হোসেনের পরিচালনায় ‘ছিটমহল’ ও ‘কানাগলি’ নামে আরও দুটি নতুন ছবিতে কাজ করতে চলেছেন মৌসুমী। দুটি ছবিতেই মৌসুমীর বিপরীতে তার স্বামী ওমর সানীর অভিনয় করার কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘সোনার চর’ ছবিতেও এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button