বরিশালে বিএনপির গণসমাবেশ, ৪-৫ নভেম্বর বাস-লঞ্চ ধর্মঘট

আগামী শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ ঘিরে মঞ্চ তৈরি হচ্ছে বরিশাল বেলসপার্ক বঙ্গবন্ধু উদ্যানে।
এদিকে, আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল বিভাগে বাস, থ্রী হুইলার আর লঞ্চের ধর্মঘট ডাকা হয়েছে।
গত বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। মালিক-শ্রমিকরা ধর্মঘটের অন্য কারণ বললেও বিএনপি নেতা-কর্মীদের দাবি, গণসমাবেশে জনসমাগম ঠেকাতে অপচেষ্টা চালাচ্ছে সরকার।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদীপথের অভ্যন্তরিন ১২টি রুটের মধ্যে ভোলা রুটের লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে এ রুটের যাত্রীরা। পোর্ট অফিসার মোঃ আবদুর রাজ্জাক ধর্মঘটের কারণ জানেন না বলে মন্তব্য করেন।
বিভিন্ন দাবিতে ধর্মঘট ডেকেছে বাস ও থ্রি হুইলার পরিবহনের মালিকগণ। থ্রী হুইলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দুলাল, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস সবাই বিভিন্ন দাবির কথা তুলে ধর্মঘট ডাকা হয়েছে বলে উল্লেখ করেন।
তবে সব বাধা ডিঙিয়ে গণসমাবেশ সফল করতে মরিয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বরিশাল বেলস পার্ক বঙ্গবন্ধু উদ্যানে চলছে মঞ্চ তৈরির কাজ।