ক্রিকেটখেলাধুলা

সাকিব ভুল করেছে: ভারতের সাবেক ক্রিকেটার শেবাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে একটা সময় পর্যন্ত ম্যাচ বাংলাদেশের হাতে ছিল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় টাইগারদের।

বাংলাদেশের এই না পারার পেছনে অধিনায়ক সাকিব আল হাসানের দায় দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। তার মতে ব্যাটিংয়ে আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল সাকিবের।

সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’–এ সাকিবের সমালোচনা করে শেবাগ বলেন, ‘অধিনায়কের দায়িত্ব নেওয়া উচিত ছিল। আফিফ আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে…। ’

শেবাগ বলে যান, ‘এমন নয় যে ৫০ রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ’

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতকে ফেভারিট ঘোষণা করেছিলেন সাকিব। বলেছিলেন, ‘আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি, ভারত এসেছে।কাল জিতলে সেটি হবে অঘটন। ’

সাকিবের এই কথা টেনে শেবাগ বলেন, ‘আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়। ’

ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ১৮৫ রানের লক্ষ্য থাকলেও পরে বৃষ্টির কারণে নতুন লক্ষ্য ঠিক হয়। জিততে হলে ১৬ ওভারে ১৫১ রান করতে হতো। বাংলাদেশ ৬ উইকেটে ১৪৫ রান করতে পারে।

শেষ ওভারে ২০ রানের সমীকরণ ছিল। নুরুল হাসান সোহানের একটি করে চার ও ছক্কায় বাংলাদেশ নিতে পেরেছে ১৪ রান।

এক পর্যায়ে অবশ্য ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশই। বৃষ্টির আগে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ফেলে বাংলাদেশ। ওই সময় বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে ছিল টাইগাররা।

কিন্তু বৃষ্টির পর পথ হারিয়ে ম্যাচটাও হেরে যায় বাংলাদেশ। বৃথা যায় লিটন দাসের ২৭ বলে ৬০ রানের ইনিংস।

এই বিভাগের অন্য খবর

Back to top button