বগুড়ার টিসিবি’র পণ্য বিতরণ শুরু

বগুড়ায় দেড় লক্ষাধিক পরিবারকে কম মূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে। সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় চিনি, তেল, ডাল ও পেঁয়াজ কিনতে পাচ্ছেন।
সকাল ১০টায় পৌরসভার ১৫ নং ওয়ার্ডে এ কর্মসূচি উদ্বোধন করেন পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্য এলাকায় টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার ১২টি স্থানে বিতরণ শুরু হয়েছে।
জেলার ১২টি পৌরসভা ও ১২টি উপজেলায় শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ও ২০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন।
জেলার ১২টি উপজেলায় প্রায় এক লাখ ৬৩ হাজার ২শ টি পরিবার টিসিবি’র পন্য পাচ্ছেন। এর মধ্যে বগুড়া পৌর এলাকায় ১৯ হাজার ৩৮৪ জন সুবিধাভোগী রয়েছেন।
এসএ