
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুই দিন আগেই সমাবেশস্থলে যোগ দেয়া নেতাকর্মীরা মাঠেই জুমার নামাজ আদায় করেছেন। এতে দুই ভাগে শত শত নেতাকর্মী নামাজ আদায় করেন।
মাঠেই নামাজ আদায় করতে পেরে খুশি নেতাকর্মীরা। কর্মীদের সঙ্গে কেন্দ্রীয়, স্থানীয় ও বরিশালের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরাও নামাজ আদায় করেন।
এসময় তারা বিভাগীয় গণসমাবেশ সফল করতে মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্থতা, ও স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশের জনগণ যাতে মুক্তি পায় তার জন্য দোয়া করা হয়।
এদিকে শুক্রবার সকাল থেকই বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল ও এর আশপাশের জেলাগুলো থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা।