
সব ধরনের ফুটবল থেকে হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত জানালেন জেরার্ড পিকে। আগামী শনিবার ক্যাম্প ন্যুতে বার্সেলোনা হয়ে শেষ ম্যাচ খেলবেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী পিকে।
লা লিগায় শনিবার বার্সেলোনা খেলবে আলমেরিয়ার বিপক্ষে। বৃহস্পতিবার পোস্ট করা ভিডিও বার্তায় পিকে বলেন, ‘আমি সবসময় বলেছি, বার্সার পর (আমার ক্যারিয়ারে) আর কোনো দল থাকবে না এবং সেটাই হবে। ’
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন পিকে। বেড়ে ওঠা তার কাতালান ক্লাবটির একাডেমিতে। সেখান থেকে ২০০৪ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে ২০০৭-০৮ মৌসুমে লিগ শিরোপার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। এরপর ২০০৮ সাল থেকে টানা বার্সেলোনার হয়ে খেলেছেন পিকে।
দীর্ঘ এই সময়ে বার্সেলোনার হয়ে ছয় শরও বেশি ম্যাচ খেলেছেন। জিতেছেন ত্রিশটি শিরোপা। এর মধ্যে রয়েছে আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং সাতটি কোপা দেল রে শিরোপা।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবশ্য ২০১৮ সালেই অবসর নেন পিকে। স্পেনের হয়ে মোট ১০২ টি ম্যাচ খেলেছেন। ২০১০ সালে বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো জয়ের স্বাদ পান তিনি।