প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় আহত সেই শিক্ষানবীশ আইনজীবীর মৃত্যু

বগুড়ায় কুপিয়ে আহত হওয়া শিক্ষানবীশ আইনজীবী আব্দুল বারী চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

শনিবার সকাল ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই জানান, দুর্বৃত্তদের দায়ের কোপে আব্দুল বারীর মাথায় গুরুতর জখম হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মারা যান। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে, ১ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকায় শিক্ষানবীশ আইনজীবী আব্দুল বারীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

আব্দুল বারী চাঁন ওই এলাকার চকফরিদের মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় জমিজমার বিরোধের জেরে আব্দুল বারীর ওপর হামলা চালানোর অভিযোগে সদর থানায় আব্দুল বারীর স্ত্রী রুনা আক্তার মামলা দায়ের করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button