বগুড়া জেলা

বগুড়ায় গাঁজাসহ আটক এক

বগুড়ায় দেড় কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আটক ব্যক্তি ৬৮ বছরের আনছার আলী জামিলনগর এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি আদমদীঘির ইয়ার্ড কলোনী এলাকার বাসিন্দা।

শনিবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ আনছার আলীকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মদক আইনে মামলা করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button