বগুড়ায় মামা-ভাগ্নেসহ ৪ মাদক কারবারি আটক

বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ২৪ পিস নেশার অ্যাম্পুলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের আব্দুল হাই লুলুর ছেলে রিফাত মাশরাফি (২২) ও তার ভাগ্নে সান্তাহার ওয়ালটনের মোড় এলাকায় তোফাজ্জল হোসেনের ছেলে এসএম মেহের হাসান নিঝুম ওরফে ডেভিড (২১) , সাঁতাহার মহল্লার এলাকার জবেদ আলী ফকিরের ছেলে আব্দুল বারেক (৪৪), তেঁতুলিয়া গ্রামের মহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫)।
শনিবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার বিকেলে ওই উপজেলার নসরতপুর ডিগ্রী কলেজ গেট, সান্তাহার স্টেশন কলোনী ও ছাতিয়ানগ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে আটক করা হয়।
দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ