আন্তর্জাতিক খবরপ্রধান খবর

বাংলাদেশের সাথে অবিচার হয়েছে: ইমরান খান

১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল তাদের ওপর দমন নিপীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

লংমার্চে সশস্ত্র হামলার শিকার হওয়ার এক দিন পর শুক্রবার (৪ নভেম্বর) গণমাধ্যমে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইউটিউব চ্যানেল থেকে ইমরান খানের ওই বক্তব্য সরাসরি প্রচার করা হয়। ন্যায়বিচারের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন ইমরান খান। তার দলের সাথে জুলুম হচ্ছে জানিয়ে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সাথে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেয়া হয়নি।

ইমরান খান বলেন, ১৮ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের ওপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না, সেখানকার মানুষের ভেতরে কী পরিমাণ ঘৃণা জমেছিল। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে (পশ্চিম পাকিস্তানে) বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ নভেম্বর) পিটিআই’র লংমার্চ গুজরানওয়ালার আল্লাওয়ালা চক পার হওয়ার সময় শুরু হয় গুলিবর্ষণ। এ ঘটনায় ডান পায়ে তিনটি গুলিবিদ্ধ হন সাবেক এই প্রধানমন্ত্রী। ঘটনাস্থলে প্রাণ হারান দলীয় এক কর্মী, আহত হন শীর্ষ নেতাসহ আরও ৯ জন।

মূলত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর লাহোরে এই লংমার্চ কর্মসূচি শুরু করেন ইমরান খান। ১১ নভেম্বর ইসলামাবাদে মহাসমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা এই কর্মসূচির।

এই বিভাগের অন্য খবর

Back to top button