প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় স্কুল ছাত্রের মরদেহ নিয়ে সড়ক অবরোধ

বগুড়ায় দুর্বৃত্তিদেরছুরিকাহতে স্কুল ছাত্র রবিউল ইসলাম (১৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শনিবার দুপুর আড়াউটার দিকে শহরের গোদাড়পাড়া বাজারে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসাড়কে এ অবরোধ শুরু হয়।

এসময় রবিউলকে হত্যার অভিযোগে পারভেজ নামে এক যুবকের ফাঁসির দাবিতে এলাকাবাসীদের শ্লোগান দিতে থাকে। এই সময় প্রায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজনের সৃষ্টি হয়। থানা পুলিশের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার আশ্বাস দিলে এলাকাবাসী বিকেল ৪ টার দিকে অবোরধ তুলে নেয়।

নিহত রবিউল উত্তর গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে ও টেকনিকাল ট্রেনিং সেন্টার বগুড়া নবম শ্রেণীর ছাত্র।

এরআগে শুক্রবার রাত ৯ টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় দুর্বৃত্তরা রবিউলকে ছুরিকাঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহর রবিউলের বাবা নওশাদী আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় স্থানীয় যুবক পারভেজসহ দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button