সারাদেশ

পাবনায় পাওয়ার টিলারচাপায় এক কৃষক নিহত

পাবনার চাটমোহরে পাওয়ার টিলারের চাপায় আকতার হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে হান্ডিয়াল কন্নিপাড়া মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড়বেলাই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

জানা গেছে, আকতার হোসেন সকালে কন্নিপাড়া মাঠে পাওয়ার টিলার নিয়ে ঘাস কাটতে যান। ঘাস কাটার এক পর্যায়ে পাওয়ার টিলার উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button