আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় জামিনে মুক্তি পেলেন আব্দুল মান্নান

বগুড়ায় জামিনে মুক্তি পেলেন আব্দুল মান্নান আকন্দ। রোববার উচ্চ আদালত থেকে তার জামিনের কাগজ পত্র বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসে। বেলা ২টার সময় জামিনের কাগজপত্র ম্যাজিষ্ট্রেট আদালত থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরপর আড়াইটার সময় তিনি কারাগার থেকে বের হন।

এর আগে তিনি ৩০ অক্টোবর ও ১ নভেম্বর চাঁদাবাজি ও লুটপাটের মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন করলে বিচারপতি রেজাউল হক ও কে এম ইমরুল কায়সার যৌথ বেঞ্চে তার জামিন মঞ্জুর করেন।

বগুড়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জুডিসিয়াল পেশকার আনোয়ার হোসেন জানান, মহামান্য হাইকোর্ট আব্দুল মান্নান আকন্দকে ১ বছরে জামিন দিয়েছেন।

এর আগে, ১৪ সেপ্টেম্বর বগুড়া রেলওয়ের জায়গায় নির্মিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী মার্কেটের অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়। ওই স্থাপনা নির্মাণের ঠিকাদার ছিলেন আব্দুল মান্নান আকন্দ। উচ্ছেদ অভিযান চলাকালে সেখানে বগুড়া রেলওয়ের বুকিং সহকারী রায়হান কবির ও অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগকারী মাহমুদুন্নবী রাসেলের ওপরে হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় মার্কেট কমিটির পরিচালক ও আহত রায়হান কবিরের বাবা হায়দার আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামী ছিলেন আব্দুল মান্নান আকন্দ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button