খেলাধুলাপ্রধান খবরফুটবল

বিশ্বকাপের আগে চোট পেয়ে মাঠের বাইরে মেসি

লিওনেল মেসির নামও যোগ হলো চোটের দলে। ‘অ্যাকিলিস টেন্ডনের’ সমস্যায় ফরাসি ক্লাব পিএসজির আসছে ম্যাচে খেলা হবে না তার। এই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জিন্টিনা অধিনায়ককে।

লিগ ওয়ানে রবিবার লরিয়ঁর মুখোমুখি হবে পিএসজি। এ ম্যাচে মেসির খেলতে না পারার বিষয়টি ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পায়ের পেশির চোটে গত অক্টোবরে দুই ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে আশার কথা এবারের চোট খুব বেশি গুরুতর নয়।

পিএসজি বিবৃতিতে লিখেছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লিও মেসির অ্যাকিলিস টেন্ডনের চিকিৎসা চলবে। আগামী সপ্তাহে তিনি আবার দলীয় অনুশীলন শুরু করবেন।

কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর।

এই বিভাগের অন্য খবর

Back to top button