জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ৭১ রানের বড় জয় দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। শেষ দিনে গ্রুপ ২ এর তিনটি খেলা অনুষ্ঠিত হয়। শেষ ম্যাচে টেন্ডাই চাতারার উইকেট পড়তেই নিশ্চিত হয়ে যায় সেমিফাইনালের লাইনআপ। এই গ্রুপ থেকে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দি ভারত-পাকিস্তান গিয়েছে সেরা চারের দলে।
আগামী ৯ নভেম্বর সিডনিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। এই ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
দ্বিতীয় সেমিফাইনালটি হবে পরদিন ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
দুই সেমিফাইনালে জয়ী দল ১৩ নভেম্বর মেলবোর্ন ফাইনাল খেলবে।