আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় আজ্ঞাত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

বগুড়ার আজ্ঞাত (৩৫) এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যায় তিনি।

জানা যায়, আদমদীঘির সান্তাহারে পৌর শহরে অজ্ঞাত এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ অবস্থায় দৌঁড়ে মাইক্রোবাসস্ট্যান্ড এলাকায় এক পল্লী চিকিৎসকের চেম্বারে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে সোমবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আজ্ঞাত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button