আদমদিঘী উপজেলা
বগুড়ায় হেরোইনসহ যুবক আটক

বগুড়ায় আদমদীঘি থানা পুলিশ হেরোইনসহ সুলতান আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে।
সে পার নওগাঁ হাজিপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে, রোববার সন্ধ্যায় সান্তাহার মাছের আড়ৎতের সামনে থেকে তাকে আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিক্তিতে সন্ধ্যায় সান্তাহার মাছের আড়ৎতের সামনে থেকে সুলতান আলীকে আটক করার পর তার কাছে বিশেষ কায়দায় রাখা দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
এসএ