আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যু

খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দীপেন ত্রিপুরা (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দীপেন ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের সাবেক মেম্বার সুকমল ত্রিপুরা ছেলে। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সকালে আর্জেন্টিনা ফুটবল দলের একটি পতাকা কিনে আনে দীপেন। পতাকাটি টাঙাতে বাঁশ নিয়ে বাড়ির পাশের তেঁতুল গাছে উঠার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।