গোপনে বিয়ে করেছেন মেহজাবীন-আদনান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে বহু গুঞ্জনই ডালপালা মেলেছে বিভিন্ন সময়ে। যদিও তারা দুজনে কিছু স্বীকার করেননি, কিন্তু দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বিভিন্ন জায়গায়।
এবার জানা গেল, দুই বছর আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবীন-আদনান। তাদের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের একটি দৈনিক পত্রিকা।
নাম প্রকাশ না করার শর্তে মেহজাবীন-আদনানের ওই ঘনিষ্ঠজন কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই বছর হলো মেহজাবীন-আদনান বিয়ে করেছেন। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। তারা গুলশানে থাকেন।’
এদিকে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মেহজাবীন। সেখানে আরও ছিলেন তানজিন তিশা, তাসনিয়া ফারিন প্রমুখ। তিশা সেসময় টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, মেহজাবীন ও আদনান হাত ধরে হাঁটছেন। ওই ভিডিও থেকে তাদের সম্পর্কের বিষয়টি ফের সামনে আসে।
২০১৮ সালে মেহজাবীন ফেসবুকে আদনানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে এ তারকা লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি। নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে সেখানে।’ ওই পোস্টকে ঘিরেই সামনে এসেছিল তাদের প্রেমের খবর।