নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফারদিন নূর পরশ (২৪)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। তিনি শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন। শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকে ফারদিনের মোবাইল ফোন বন্ধ ছিল। তার সর্বশেষ লোকেশন ছিল রামপুরা থানা এলাকায়। এ ঘটনায় গত শনিবার ওই থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
জানা গেছে, ‘শুক্রবার রাতে সর্বশেষ এক বান্ধবীর সঙ্গে ছিল ফারদিন। ওই বান্ধবীর ভাষ্যমতে, বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আসে ফারদিন। সেখান থেকে বান্ধবীসহ ধানম-ির একটি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করে। সেখান থেকে টিএসটিতে যায়।কিছু সময় কাটিয়ে রামপুরায় বিটিভির সামনে পর্যন্ত বান্ধবীকে এগিয়ে দেয়। এরপর ওই বান্ধবী আর ফারদিনের খবর পায়নি। ’
‘রামপুরা থানায় জিডি করার পর পুলিশ ফারদিনের মোবাইল ট্র্যাকিং করে কেরানীগঞ্জ ও ডেমরার লোকেশন পায়। দুই জায়গাতেই খোঁজ করে তাকে পাওয়া যায়নি। সর্বশেষ আজ (গতকাল) সন্ধ্যায় নৌ-পুলিশের ফোন পেলাম। ’
পুলিশ জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় বনানী ঘাট থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। খোঁজ করে জানা যায়, নিহত তরুণ বুয়েটের ছাত্র ছিল। গত শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় রামপুরা থানায় জিডিও হয়েছে। সন্ধ্যায় স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ’