বগুড়ায় মাইক্রোবাস চালক হত্যা: ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার শেরপুরে নুরুল হক (৪০) নামে এক মাইক্রোবাস চালককে হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- শাহিন, ইলিয়াস, শাহাজুদ্দিন, নজরুল ইসলাম নজু, রাসেল, আমির, জালাল গাজী ওরফে পলাশ গাজী, রোকেয়া বেগম, শহিনুর রহমান। তাদের মধ্যে জালাল গাজী ওরফে পলাশ গাজী, রোকেয়া বেগম, শাহিনুর রহমান পলাতক রয়েছেন।
বগুড়া জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছিমুল করিম হলি জানান, ২০১৫ সালের ১ জুলাই শেরপুরের মির্জাপুর এলাকায় সুনামগঞ্জের আমবাড়ি এলাকার নুরুল হক নামে এক মাইক্রোবাস চালককে হত্যা করে আসামিরা পুকুরে ফেলে রেখে যান। মাইক্রোবাস চুরির উদ্দেশ্যে তারা এ হত্যাকাণ্ড ঘটান। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা গেলেও তিনজন এখনো পলাতক।
তিনি আরো বলেন, আদালত আজ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের আদেশ দেন।
এসএ