প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বস্তাবন্দী মরদেহের পরিচয় মিলেছে

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুর থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে।

নিহত ব্যক্তি সবুজ খন্দকার(৬০) নারায়ণগঞ্জ জেলার দেওয়ানবাগ খন্দকারবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন প্রাইভেট কার চালক। ওই ব্যক্তির প্যান্টের পকেটে থাকা একটি ভিজিটিং কার্ডের সূত্র ধরে তার পরিচয় পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী বেলাইল গ্রামের এক পুকুর থেকে বস্তাবন্দী উদ্ধার করে পুলিশ।

দুপঁচাচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত সবুজের গলায় ও ডান কানের ওপরে ধারালো আঘাতের চিহ্ন আছে। নিহতের আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button