প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্যাপেন্টাডলসহ এক নারী আটক

বগুড়ায় ২৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসমা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ফরিদুল ইসলামের মেয়ে।

সদর ফাঁড়ি পুলিশের এস আই খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির ইনচার্জ শাহীনুজ্জামানের নেতৃত্বে তাদের একটি টিম হাড্ডিপট্টি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই নারীকে ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

দীর্ঘদিন ধরেই ওই নারী সদরের হাড্ডিপট্টি এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button