কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত

বগুড়ার কাহালুতে একটি ভটভটি উল্টে তার নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত এবং তার সহযোগি আহত হয়েছেন।

নিহত সুলতান আকন্দ দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তরিকুল্লা আকন্দের ছেলে এবং আহত আব্দুল কাদের একই গ্রামের কুশার ছেলে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর-দেওগ্রাম সড়কের বিটিসিএল (টিএন্ডটি) টাওয়ারের পাশে ঘটনাটি ঘটে।

জানা গেছে, সুলতান দেওগ্রাম এলাকা থেকে তার ভটভটিতে করে মুরগীর বিষ্ঠা নিয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুলতান নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার ওপর উল্টে যায় এতে ভটভটির নিচে চাপা পড়ে সুলতান ঘটনাস্থলেই মারা যান এবং তারা সাথে থাকা কাদের সামান্য আহত হয়।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button