আন্তর্জাতিক খবর

রাজা চার্লসকে ডিম ছুড়ে মারায় এক যুবক আটক

ইংল্যান্ডের ইয়র্কে ওয়াক আউট চলাকালীন রাজা চার্লস এবং রানির কনসোর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার রাজার সফরের জন্য শহরের মিকলেগেট বারে অস্থায়ী বেড়ার পেছনে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকাতে দেখা গেছে।

জানা গেছে, রাজা এবং রানিকে শহরের নেতারা ইয়র্কে স্বাগত জানাচ্ছিলেন। তখন একজন প্রতিবাদকারী দৃশ্যত তাদের দিকে তিনটি ডিম ছুড়ে মারেন। তবে একটি ডিমও লক্ষ্যে পৌঁছয়নি। এ সময় তাদের দুজনকে দূরে সরিয়ে নেওয়া হয়।

এদিকে প্রায় চারজন পুলিশ কর্মী ডিম ছুড়ে মারা ওই যুবককে আটকে রাখার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘এই দেশটি কৃতদাসদের রক্তে গড়া হয়েছে।’ এ সময় আশপাশের অন্যরা ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন’ বলে স্লোগান দিতে শুরু করে। তারা ওই প্রতিবাদকারীকে লক্ষ্য করে ঘৃণামূলক স্লোগান দিতে থাকে।

বর্তমান সময়ে চার্লস এবং ক্যামিলা ইয়র্কশায়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে তারা ইয়র্কে ছিলেন, যা তার মৃত্যুর পর প্রথম স্থাপন করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান।

এই বিভাগের অন্য খবর

Back to top button