বিএনপিরাজনীতি

সরকারের বর্তমান অর্থনৈতিক সংকট সামাল দেয়ার সামর্থ্য নেই: মির্জা ফখরুল

সরকারের বর্তমান অর্থনৈতিক সংকট সামাল দেয়ার সামর্থ্য নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনটি রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে এ মন্তব্য করেন তিনি। এদিন বিএনপির সাথে মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ সাম্যবাদী দলের সংলাপ হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। কায়দা করে একদলীয় শাসন কায়েম করেছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের মূল হোতা বলেও অভিযোগ করেন তিনি। জানান, চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতেই এই ইস্যু সামনে আনা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button