বগুড়া লাইভ - আপডেট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর সোয়া ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফেনী সদর হাসপাতালে নেন। হাসসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান। আর হাসপাতালে পৌছানোর পরে আরও একজনের মৃত্যু হয়। 

পুলিশ জানান, প্রাথমিক ভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button