বগুড়ায় স্কুলছাত্র হত্যার মূল আসামি গ্রেপ্তার
বগুড়ায় স্কুলছাত্র রবিউল ইসলাম রবিন হত্যার মূল আসামি মো. পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ২৮ বছর বয়সী পারভেজ বগুড়া সদরের গোদারপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে।
বুধবার চারটার দিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
এর আগে রাজধানীর সাভার এলাকা থেকে মঙ্গলবার রাতে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, অভিযান পরিচালনা করে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে বগুড়া নিয়ে আসার পর পারভেজের দেখানো স্থান গোদারপাড়ার জামতলা মোড়ের একটি পরিত্যক্ত দোকানের নিচে থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে অতীতে সদর থানায় তিনটি মামলা রয়েছে। রবিন হত্যায় বুধবার বিকেলে তাকে আমরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।
উল্লেখ্য, ৪ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় নিজ বাসার সামনে রবিউল ইসলাম রবিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত রবিউল ইসলাম গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে ও বগুড়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) নবম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় ৫ নভেম্বর অভিযুক্ত পারভেজসহ ৯ জনের বিরুদ্ধে মামলা রবিনের পরিবার।
এসএ