ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনা বাস্তবায়ন করেছিলাম, আজ হয়নি: রোহিত শর্মা

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে এমন লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে বলে মনে করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচ কঠিন লড়াই ছিল বলে উল্লেখ করেছেন তিনি। 

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ভারত বাংলাদেশের বিপক্ষে ৫ রানের কষ্টার্জিত জয় পায়। ঐ ম্যাচে চাপ সামলাতে পারলেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

রোহিত জানান, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাও অনেক কঠিন ছিল। ৯ ওভারে ৮৫ রানের মতো লাগত, হাতে ওদের ১০ উইকেটই ছিল। এমন পরিস্থিতিতে ভালো না করলে হারতে হয়। তবে ঐ ম্যাচে আমাদের স্নায়ু ধরে রাখতে পেরেছিলাম, আমাদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করেছিলাম, আজ হয়নি। দিনশেষে বাস্তবায়ন করতে না পারলে ব্যর্থতা মানতেই হবে।

ব্যাটিং নিয়ে অবশ্য রোহিতের তেমন আক্ষেপ নেই। হারের জন্য বোলিং ইউনিটকেই দোষারোপ করছেন তিনি। রোহিত বলেন, ‘আজকের পারফরম্যান্স খুবই হতাশাজনক। আমার মনে হয় শেষপর্যন্ত ব্যাটিং আমরা ভালোই করেছি। তবে বল হাতে যথেষ্ট ভালো ছিলাম না। এমন উইকেট ছিল না যে প্রতিপক্ষ ১৬ ওভারে ম্যাচ জিতে যাবে। তবে এরকম হয়।’ 

দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভারত বরাবরই ভালো দল। বিশ্বকাপেও গ্রুপ পর্বে এবার ছিল দারুণ ছন্দে। সেমিতে কেন তাহলে এমন আত্মসমর্পণ?

সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, নকআউট পর্বে চাপটুকু সামলাতে হয়। এখানে এসে চাপ কীভাবে সামলাতে হবে সেটা তো আর শেখানো যাবে না। এই চাপ কীভাবে সামলাতে হবে তা বোঝার মতো যথেষ্ট ক্রিকেট সবাই খেলেছে। আইপিএলের প্লে-অফে তারা এমন উচ্চ চাপের ম্যাচ খেলে। তাদের অনেকেই এই চাপ সামলে অভ্যস্ত। নকআউটে এই চাপটা আপনাকে সামলাতেই হবে। শান্ত থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। শুরু থেকেই আমরা ভালো করিনি, এ কারণে একটু নার্ভাস হয়ে পড়ি। সূত্র: বিডি ক্রিক টাইম

এই বিভাগের অন্য খবর

Back to top button