খেলাধুলাফুটবল

কাতার বিশ্বকাপে পর্তুগালের দল ঘোষণা

কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস।

অবধারিত ভাবেই দলে আছেন সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়াও আছেন পেপে, বের্নারদো সিলভা, জোয়াও ফেলিক্স, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াসের মত তারকারা।

অভিজ্ঞ ও নিয়মিত মুখদের প্রায় সবাই ডাক পেয়েছেন দলে। সেই সঙ্গে সুযোগ পেয়েছেন টিনএজার আন্তোনিও সিলভা। ১৯ বছর বয়সী বেনফিকার এই ডিফেন্ডার দেশের হয়ে সব বয়সভিক্তিক দলে খেলার পর এবার আন্তর্জাতিক ফুটবল রাঙানোর অপেক্ষায়।

তবে দলে জায়গা হয়নি রেনেতা সানচেজের। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডিয়েগো জোটা ও পেদ্রো নেতো।

এই বিভাগের অন্য খবর

Back to top button