রাজনীতিসারাদেশ

মহাসমাবেশে এসে যুবলীগ নেতার মৃত্যু

দেশের প্রথম যুব সংগঠন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাসমাবেশে যোগ দিতে এসে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

নিহত ব্যাক্তির নাম হারুন (৪৮)। তিনি রাজশাহীর মোহনপুর থানার বাকশিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা গেছে, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে আজ  সকালে রাজশাহী থেকে তারা ঢাকায় আসেন। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশের সময় হারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানান, অসুস্থ অবস্থায় হারুনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার সহকর্মীরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button