প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় “পুল’ খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে এক যুবক খুন

বগুড়ার নামাজগড় এলাকায় ব্রিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় তালুকদার মতি ম্যানশনের ব্রেক এন রান নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

বিপুল বগুড়া শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের পুত্র। সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো।

জানা যায়, বগুড়া শহরের নামাজগড় এলাকায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে নিহত বিপুলের প্রতিপক্ষরা হঠাৎ করেই ছুরিকাঘাত করে। বুকে ও পেটের কাছে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় বিপুল।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, নিহত বিপুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ও ডিবি সদস্যরা কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button