বিনোদন

রাজ-পরীর রাজ্যের বয়স হল ৩ মাস

বিতর্কের মাঝেই আবারও পরীর ফেসবুক পোস্ট। পরী-রাজ দম্পতির সন্তান রাজ্যের বয়স হল তিন মাস। 

ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরী লিখেছেন, আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো, আলহামদুলিল্লাহ।

পোস্টের নিচে হ্যাশট্যাগে লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। সেখানে রাজ্যের বাবাকে ছবি তোলার ক্রেডিটও দিয়েছেন মা পরী। 

এই বিভাগের অন্য খবর

Back to top button