বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী কেরামত হোসেন (৪৫) নামে সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। তিনি বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলেসহ তিন জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লিচুতলা এলাকার বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কেরামতের স্ত্রী মিনারা বেগম (৩০), ছেলে মুনতাসীর মাহির (১৬) ও মাঝিড়া এলাকার এক বাসিন্দা হাসান। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, কেরামত হোসেন তার পরিবার নিয়ে বনানী থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। এই অটোরিকশায় আরও দুজন যাত্রী ছিলেন। এ সময় লিচুতলা দ্বিতীয় বাইপাস এলাকায় পৌঁছালে রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হলে শজিমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
সেখানে নিয়ে যাওয়ার পর কেরামত হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানিয়েছে তিনি।