প্রধান খবরসারাদেশ
ট্রেন্ডিং

হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটিকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় বগুড়া সদর থানার পুলিশের একটি টিম গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

জানা যায়, পুলিশের অভিযানের মুখে চোরেরা বাচ্চাটিকে চন্দ্রা এলাকায় রাস্তার পাশে রেখে চলে যায়। এরপর পুলিশ সেখানে গিয়ে শিশুটি উদ্ধার করে। পুলিশ টিমের সাথে যাওয়া শিশুটির মা ইতি বেগম ও বাবা সৈকত হাসান নবজাতকটিকে শনাক্ত করেছেন। তবে এই চুরির ঘটনায় জড়িত ওই নারীকে পুলিশ এখনো ধরতে পারেনি।

এর আগে, নবজাতকের মা’র নাম ইতি বেগম (২০) বগুড়া সদরের রামশহর এলাকার সৈকত হাসানের স্ত্রী। ৬ নভেম্বর রোববার ইতি বেগম ছেলে সন্তানের জন্ম দেন। মাস্কপড়া এক নারীর নবজাতক জন্ম নেয়ায় সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারিভাবে পাঁচ হাজার টাকা সহায়তার দেয়ার আশ্বাস দেয়। পরে শিশুটিকে তার কাছে রেখে তারা ছাড়পত্রটি ফটোস্ট্যাট করতে গেলে ওই নারী সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button