সারাদেশ
পঞ্চগড়ে নৈশকোচ থেকে পিস্তল-গুলি-চাকুসহ বগুড়ার ২ যাত্রী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের নৈশকোচ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও বিদেশি চাকুসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) দিনগত রাত ১২টায় উপজেলার সদরের নাবিল পরিবনের কাউন্টার থেকে কোচটি ছেড়ে যাওয়ার সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- বগুড়া জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে আহসান (৪০) ও একই জেলার গোহাইল রোড ছত্রাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম (৬০)।
পুলিশ জানান, রাতে দেবীগঞ্জের নাবিল পরিবহনের কাউন্টার থেকে নৌশকোচটি বগুড়ার উদ্দেশে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোচটি থামিয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সূত্র: বাংলানিউজ