
আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএল থেকে অবসর নিলেন কিংবদন্তি কিয়েরন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
ক্রিকেটকে অবশ্য এখনই বিদায় বলছেন না ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার। জানিয়েছেন যে, আন্তর্জাতিক লিগ টি-২০ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের লিগে মুম্বাইয়ের মালিকানাধীন দল মুম্বাই এমিরেটসে খেলবেন তিনি।
এক বিবৃতি দিয়ে পোলার্ড জানিয়েছেন, একবার মুম্বাই ইন্ডিয়ান্স মানে সবসময়ই মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ আইপিএলের নতুন মৌসুম ঘিরে নিলামে ওঠার সুযোগ থাকলেও তিনি অন্য দলে খেলতে চান না বলে আইপিএলকে বিদায় বললেন।
পোলার্ড বলেছেন, ‘আইপিএল থেকে অবসর নেওয়া সহজ সিদ্ধান্ত নয়। কারণ আমি আরও কিছু বছর খেলতে চাই। কিন্তু এখন মুম্বাই ইন্ডিয়ান্সের কিছু পরিবর্তন দরকার। নতুন শুরু দরকার। যেহেতু আমি মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে পারছি না, আমি মুম্বাইয়ের বিপক্ষেও খেলতে চাই না।’