প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ফুটপাতের ৪ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলের অভিযোগে ৪ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানাসহ তাদের উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

শহরের জিরো পয়েন্ট সাতমাথা, সার্কিট হাউজ রোড, ইয়াকুবিয়া মোড়, ফতেহ আলী বাজার, কাঁঠালতলা, থানা রোড এবং পিটিআই মোড়ে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে সহযোগিতা করে বগুড়া পৌরসভার পরিদর্শক শাহ আলী, জেলা পুলিশ এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, আইন অমান্য করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলো। যা পথচারী ও সাধারণ যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে এসব দখল উচ্ছেদ করা হয়েছে। এসময় ৪ ব্যবসায়ীকে  ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button