নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ৫৪০ কেজি চালসহ এক ভ্যানচালক আটক

বগুড়ার নন্দীগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির ৫৪০ কেজি চালসহ এক ভ্যানচালকে আটক করা হয়েছে।

বুধবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার আইলপুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভ্যান চালক জাহাঙ্গীর আলম (২৮) বুড়ইল ইউনিয়নে আইলপুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল (প্রতি বস্তা ৩০ কেজি) নিয়ে অটোভ্যান চালক জাহাঙ্গীর আলম আইলপুনিয়া গ্রামের মানুষমারী নামক স্থান হয়ে ধুন্দার বাজারের দিকে যাওয়ার সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে চালসহ জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে আইলপুনিয়া গ্রামের নজিবুল্লাহ মজনু মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button