শাকিব-বুবলি আর্জেন্টিনার সমর্থক

কাতারে আর মাত্র ৪ দিন পড়েই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। সারা বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। মরুভূমির হাওয়া লেগেছে বাংলাদেশি ফুটবল ভক্তদের মনেও। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে দেশ। এ দেশের তারকারাও বিশ্বকাপ ফুটবল এলে খেলায় মেতে ওঠেন আনন্দে। পছন্দের দল যে বিশ্বকাপ জিতবে বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিচ্ছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের তারকারাও পছন্দের জার্সি গায়ে দিয়ে। অনেক ভক্তরা তাকিয়ে থাকেন তাদের প্রিয় তারকাদের দিকে। নিজের দলের সঙ্গে মিলে গেলে বাড়তি আনন্দ যোগ হয় ভক্তদের মাঝে। তবে সবার নজর এবার শাকিব-বুবলি এই তারকা জুটিদের দিকে।
অনেক ভক্তই জানতে চাইছেন শাকিব খান কোন দলের সমর্থন করছেন। বুবলি কোন দলের সমর্থন? সবার মনে এখন এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। তবে জানা গেল শাকিব খান-বুবলি আর্জেন্টিনা সাপোর্টার।
বাংলাদেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস এর একটি ব্রাজিলের গানের শুটিং এ শাকিব খান দৃশ্য রাখার কথা জানালে শাকিব খান আর্জেন্টিনার সাপোর্ট করেন বলেই তা ফিরিয়ে মিশা সওদাগরকে করতে বলেন। ‘গর্জে উঠো ব্রাজিল’ শিরোনামে সেই গানের শুটিংও হয়েছিল এফডিসিতে। আর্জেন্টিনা নিয়ে শাকিব খান জানান, ‘আমি আর্জেন্টিনার সাপোর্টার। গতবার খেলার সময় এফডিসি’র প্রযোজক সমিতির সামনে শুটিং বন্ধ রেখে বড় প্রজেক্ট লাগিয়ে খেলা দেখেছি। ’
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের পোশাক পরে ছবিটি ভাইরালের প্রেক্ষিতে শাকিব খান বলেন, ‘ব্রাজিলের পোশাকে ছবিটি অনেক আগের। ভক্তরা অনেকেই ব্রাজিল করে আবার কেউ আর্জেন্টিনা করেন। কেউ কষ্ট পাক তাই আমি চাইনি। নতুন করে আর ছবিও তোলা হয়নি। শুরু থেকে পেলে-ম্যারাডোনা, মেসি-নেইমার তার খুব পছন্দের খেলোয়াড়। তবে বিশ্ব খেলোয়াড় হিসেবে মেসিকে রেখেছেন সব থেকে এগিয়ে। কোপা-আমেরিকা জয়ের পর মেসিকে নিয়ে বড় করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। ’
এদিকে সংশয় ছিল বুবলিকে নিয়ে। শাকিব-অপুর ভক্তরা প্রিয় তারকার দলের সাপোর্টার জানলেও বুবলি ভক্তরা হতাশ। তাহলে কোন দল করেন বুবলি? তবে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে বুবলিও আর্জেন্টিনার সাপোর্টার।
তবে বুবলি এর আগে বলেন, ‘নিজেদের পছন্দের দলের নামটা বলার পক্ষপাতি নন তিনি। ফুটবল একটি নান্দনিক খেলা। ছোটবেলা থেকেই ফুটবল খেলা দেখি। তখন থেকে যে দলই ভালো খেলে, সে দলকেই সমর্থন করি। এখন মেসি-নেইমারের খেলা ভালো লাগে। ’
এর আগেও খেলা নিয়ে বুবলি সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছিলেন। যেখানে লিখেছিলেন, ‘আমরা বাঙালিরা যেমন ভোজনরসিক, তেমনি নানান বিনোদনধর্মী শাখায় নিজেদের বিনোদিত করতে সবাই ভীষণ ভালোবাসি; তা সিনেমা হোক বা খেলা কিংবা এ জাতীয় কিছু। এ ধরনের আনন্দপ্রেমী জাতি হিসেবে খুব গর্ববোধ করি, কিন্তু পাশাপাশি যখন দেখি বা শুনি আমাদের দেশের মানুষ বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো ভিন্ন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, রেষারেষি, গালাগালি, তর্কাতর্কি, গন্ডগোল যেন না হয়। ’
শাকিব-বুবলি অবশ্য খেলা নিয়ে এখন পর্যন্ত কোন বার্তা দেননি। সূত্র: দেশ রুপান্তর