উড়ন্ত চুমু দিয়ে ঢাকার দর্শক মাতালেন নোরা ফাতেহি

অনেক জল্পনা-কল্পনা শেষে নোরা ফাতেহির বাংলাদেশ সফর অবশেষে সফল। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজস্ব নৃত্যশিল্পীদের বহর নিয়ে অবতরণ করেছেন এই অভিনেত্রী।
এদিন সন্ধ্যায়, উইমেন লিডারশিপ করপোরেশনের ‘উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিয়ে নোরা ফাতেহি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মঞ্চে ওঠেন রাত ৯টা ৪৫ মিনিটে।।
দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘শুভ সন্ধ্যা, আমি খুবই খুশি বাংলাদেশে এসে। আমি আনন্দিত এবং গর্বিত। অসাধারণ দর্শক এখানে। সবাইকে আমার ভালোবাসা। এসময় তিনি দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন।
নোরা আরও জানান, ‘আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। এরকম আয়োজনে আমি বারবার বাংলাশে আসতে চাই।’ সূত্র: চ্যানেল ২৪