জাতীয়প্রধান খবর

প্রতি ভরিতে ১৭৫০ টাকা বাড়লো স্বর্ণের দাম

স্বর্ণের দাম বেড়েছে। নতুন করে আরও এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারিত হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) থেকে নতুন এ নতুন মূল্য কার্যকর হবে।

এর আগে গত রোববার (১৩ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। তখন স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠকে মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সইকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button