শেরপুর উপজেলা

বগুড়ায় ভটভটিচাপায় এক শিশু নিহত

বগুড়ার শেরপুরে সড়ক পারাপারের সময় ভটভটির চাপায় শিমরুল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিমরুল খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শনিবার বিকেলে উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

জানা যায়, বিকেলে শিশু শিমরুল খেলার জন্য সড়ক পার হবার সময় ধুনট দিকে থেকে আসা শেরপুরগামী বাঁশ বোঝাই ভটভটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, মরদেহ উদ্ধার করা হযেছে।ভটভটি চালককে আটক করা হযেছে। এই বিষয়ে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button