ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে এক ছাত্রদল নেতা নিহত

বিএনপির লিফলেট বিতরণের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নয়ন মিয়া (২২) উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। এছাড়া এ ঘটনায় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার এক ছাত্রদল নেতা বলেন, আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বিকেলে লিফলেট বিতরণ করছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ অতর্কিত হামলা করলে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় নয়নকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে সে মারা যান।
আহত পৌর যুবদলের আহ্বায়ককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানান, বিকেলে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা থানায় আক্রমণ করে। তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাত্রদলের এক ছেলে মারা গেছেন বলে জানা গেছে বলে জানান পুলিশ।